ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত

নাম পাল্টেও রেহাই পেলেন না সালমান, ফের মামলা

আকাশ বিনোদন ডেস্ক:

‘লাভরাত্রি’ সিনেমার নাম দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে সালমান খানসহ সিনেমাটির অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে।

বিতর্কের মুখে কয়েকদিন আগে ‘লাভরাত্রি’ সিনেমার নাম বদলে ‘লাভযাত্রী’ রাখা হয়। তবে নাম পাল্টেও রেহাই পেলেন না বলিউড ‘ভাইজান’।

এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর পুলিশকে এফআইআর বা মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবার মামলাটি বিহারের মিঠনপুরা থানায় দায়ের হয়েছে।

যদিও অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে এক ব্যক্তির অভিযোগ, সনাতন ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘লাভরাত্রি’।

এর মাধ্যমে নবরাত্রিকে বিদ্রুপ করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে প্রদর্শিত প্রমোতেও অনেক অশোভনীয় উপাদান দেখা গেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

সালমান খান সিনেমাটি প্রযোজনা করেছেন। আগামী ৫ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মিঠনপুরা থানার এসএইচও বিজয় রায় বলেন, সালমান ছাড়াও মামলায় সিনেমাটির অভিনেতা ও সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা, অভিনেত্রী ওয়ারিনা হুসাইন, পরিচালক আভিরাম মেইনওয়ালাসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

এর আগে, দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বেশ কিছু দিন কারাগারেও থাকতে হয়েছিল সালমান খানকে। এবার নতুন মামলায় উঠে এলো এই বলিউড সুপারস্টারের নাম। এ যেন মামলা পিছুই ছাড়ছে না সালমানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

নাম পাল্টেও রেহাই পেলেন না সালমান, ফের মামলা

আপডেট সময় ০৬:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

‘লাভরাত্রি’ সিনেমার নাম দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে সালমান খানসহ সিনেমাটির অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে।

বিতর্কের মুখে কয়েকদিন আগে ‘লাভরাত্রি’ সিনেমার নাম বদলে ‘লাভযাত্রী’ রাখা হয়। তবে নাম পাল্টেও রেহাই পেলেন না বলিউড ‘ভাইজান’।

এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর পুলিশকে এফআইআর বা মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবার মামলাটি বিহারের মিঠনপুরা থানায় দায়ের হয়েছে।

যদিও অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে এক ব্যক্তির অভিযোগ, সনাতন ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘লাভরাত্রি’।

এর মাধ্যমে নবরাত্রিকে বিদ্রুপ করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে প্রদর্শিত প্রমোতেও অনেক অশোভনীয় উপাদান দেখা গেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

সালমান খান সিনেমাটি প্রযোজনা করেছেন। আগামী ৫ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মিঠনপুরা থানার এসএইচও বিজয় রায় বলেন, সালমান ছাড়াও মামলায় সিনেমাটির অভিনেতা ও সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা, অভিনেত্রী ওয়ারিনা হুসাইন, পরিচালক আভিরাম মেইনওয়ালাসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

এর আগে, দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বেশ কিছু দিন কারাগারেও থাকতে হয়েছিল সালমান খানকে। এবার নতুন মামলায় উঠে এলো এই বলিউড সুপারস্টারের নাম। এ যেন মামলা পিছুই ছাড়ছে না সালমানের।