আকাশ স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচের আগে এশিয়া কাপের ১১ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের অতীতের সেই লড়াইয়ে উভয় দলই ৫টি করে ম্যাচে জিতে নেয়। একটি ম্যাচে ফল হয়নি।
এশিয়া কাপের অতীত পরিসংখানে উভয় দলের অবস্থান সমানে সমান হলেও, দুবাইয়ে খেলার দিক থেকে এগিয়ে পাকিস্তান। আরব আমিরাতে ভারত-পাকিস্তান অতীতে ২৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল। যার ১৯ ম্যাচে জয় পায় পাকিস্তান আর ৭ ম্যাচে জয় পায় ভারত।
আকাশ নিউজ ডেস্ক 



















