অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বারের নিখোঁজ আইনজীবি শওকত আকবরকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে চন্দ্রিমা উদ্যান থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।
নিখোঁজের পবিবারকে বিষয়টি জানানো হলে তারা তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর (শুক্রবার) মিরপুর-১০ এর বাসা থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হবার পর থেকে শওকত আর বাসায় ফেরেন নি।
এ ঘটনায় র্যাব-৪ কে জানানোর পাশাপাশি পল্লবী থানায় জিডি করা হয়।
আইনজীবি শওকত আকবরে ভাই মোহাম্মদ কায়কোবাদ আকবর যুগান্তরকে জানান, পুলিশ শওকতকে পাওয়ার সংবাদ আমাদেরকে জানালে আমরা দ্রুত হাসপাতালে গিয়ে ভাইকে বারান্দায় পড়ে থাকতে দেখি।
সেখান থেকে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর-১১ তে ভর্তি করি।
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ এ আইনজীবি চন্দ্রিমা উদ্যানে দুপুর ১২টা থেকে ঘুমাচ্ছিলেন ।প্রায় তিন ঘন্টা ধরে এভাবে ঘুমাতে দেখে পুলিশ তাকে জাগাতে গেলে তারা দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























