অাকাশ জাতীয় ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আমান উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গবার ঢাকার সিএমএম কোর্ট তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব-উদ্দিন।
গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থেকে আমানকে গ্রেফতার করে র্যাব-২। আমানের বাড়ি রাজধানীর আদাবরে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আকাশ নিউজ ডেস্ক 

























