অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলক্ষেতে স্নিগ্ধা বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩১০) চাপায় ‘পাঠাও’ মোটরসাইকেল আরোহী লাফিজুর রহমান (৫০) মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মো. সাব্বির।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের বিপরীত সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া না যায়নি। তবে নিহত ব্যক্তির পকেট থাকা অগ্রণী ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। সেখানে লাফিজুর রহমান নাম লেখা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খিলক্ষেত থানার এসআই মশিউর রহমান যুগান্তরকে বলেন, বাসের চাপায় একজন মারা গেছেন। আর গুরুতর আহত আরেকজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা ঘটার পর পালিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি-ঢাকা রুটে চলাচলকারী স্নিগ্ধা বাসটির চালক ও হেলপার।
তিনি বলেন, ঘাতক বাসটি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি সরিয়ে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের খিলক্ষেত এলাকার ট্রাফিক পরিদর্শক মো. মিলন মিয়া জানান, রাস্তায় যানজট দেখে ছুটে আসার পর দেখি বাসের নিচে একটি মোটরসাইকেল আটকা।
মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
র্যাব-১ এর মেজর মো. রাকিবুজ্জামান জানান, বাসচাপায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল মোটরসাইকেল চালক ও আরোহী। তাদের দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে আরোহীর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আহত ব্যক্তি পাঠাও রাইডচালক। আর নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন। তার কাছে একটি অগ্রণী ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে। কার্ডে নাম লিখা আছে লাফিজুর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 



















