অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় শোক দিবসে বিএনপি জামায়াতের হত্যা ষড়যন্ত্র ও অশুভ রাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের আগে তিনি এ আহ্বান জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, আজকের এই শোক দিবসে গোটা জাতির কাছে আমাদের আহ্বান, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে এই বাংলাদেশে যারা ষড়যন্ত্র করে, হত্যার রাজনীতি করে, তাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই।’
বিএনপি-জামায়াত দেশে হত্যা ও ষড়যন্ত্রের সাথে জড়িত দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত অশুভ রাজনীতির সাথে জড়িত। এই অশুভ রাজনীতি, হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে নির্মূল করে দেয়ার অঙ্গীকার আজ করতে হবে।’
আকাশ নিউজ ডেস্ক 




















