অাকাশ জাতীয় ডেস্ক:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ সব কোটা বাতিলের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের সরকারি কমিটি। কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানিয়েছেন নবম থেকে ১৩তম বেতন গ্রেডের নিয়োগে কোটা তুলে দেয়ার সুপারিশ তারা জমা দিয়েছেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘আগের নিয়মে প্রথম শ্রেণির ও দ্বিতীয় যেসব নিয়োগ পরীক্ষা হয়, এই নিয়োগ কোনো ধরনের কোটা থাকবে না। নবম থেকে ১৩তম বাদে অন্যান্য গ্রেডে কোটা সিস্টেম আগের মতো থাকবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























