আকাশ স্পোর্টস ডেস্ক:
(১) একমাত্র দল হিসেবে এশিয়া কাপের আগের ১৩ আসরের সবগুলোতে অংশ নিয়েছে শ্রীলংকা। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার অংশ নিয়েছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ
(১) আগের ১৩ আসরের মধ্যে শুধু ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ আসরে খেলা হয়েছিল টি ২০ ফরম্যাটে। বাকি ১২ আসরে খেলা হয়েছে ওয়ানডে ফরম্যাটে
(২) এশিয়া কাপে বাংলাদেশের সেরা সাফল্য দু’বার রানার্সআপ (২০১২ ও ২০১৬) হওয়া
(৫) সর্বোচ্চ পাঁচবার এশিয়া কাপ আয়োজন করেছে বাংলাদেশ
(৬) সর্বোচ্চ ছয়বার এশিয়া কাপ জিতেছে ভারত। এছাড়া শ্রীলংকা পাঁচবার ও পাকিস্তান দু’বার চ্যাম্পিয়ন হয়েছে
(৬) এশিয়া কাপে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি শ্রীলংকার সনথ জয়সুরিয়ার
(১২) এশিয়া কাপে সর্বোচ্চ ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস শ্রীলংকার কুমার সাঙ্গাকারার
(১২২০) এশিয়া কাপে সব মিলিয়ে ২৫ ম্যাচে সবচেয়ে বেশি ১২২০ রান সনথ জয়সুরিয়ার
(৩৭৮) এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ৩৭৮ রান সনথ জয়সুরিয়ার
(১৮৩) এক ম্যাচে সর্বোচ্চ ১৮৩ ব্যক্তিগত স্কোর ভারতের বিরাট কোহলির। ২০১২ আসরে পাকিস্তানের বিপক্ষে
(৩৮৫/৭) এশিয়া কাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড পাকিস্তানের। ২০১০ আসরে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে ৩৮৫ রান তুলেছিল তারা
(৮৭) ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিু ৮৭ রানে অলআউট হওয়ার রেকর্ড বাংলাদেশের। ২০০০ সালের আসরে পাকিস্তানের বিপক্ষে
(৯৫.১৬) ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ৯৫.১৬ ব্যাটিং গড় ভারতের মহেন্দ্র সিং ধোনির
(১৪০.৭৪) ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ১৪০.৭৪ স্ট্রাইক রেট পাকিস্তানের শহীদ আফ্রিদির
(২২৪) যে কোনো উইকেটে সর্বোচ্চ ২২৪ রানের জুটি পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের। ২০১২ আসরে ভারতের বিপক্ষে
(৩০) এশিয়া কাপে সব মিলিয়ে ২৪ ম্যাচে সবচেয়ে বেশি ৩০ উইকটে শ্রীলংকার মুত্তিয়াহ মুরালিধরনের
(১৭) এক আসরে সবেচেয়ে বেশি ১৭ উইকেট শ্রীলংকার অজন্তা মেন্ডিসের (২০০৮)
(৬/১৩) এশিয়া কাপে ম্যাচসেরা বোলিং অজন্তা মেন্ডিসের। ২০০৮ আসরে ভারতের বিপক্ষে ১৩ রানে ছয় উইকেট নিয়েছিলেন এই লংকান স্পিনার
(৩) এশিয়া কাপে সর্বোচ্চ তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড শ্রীলংকার লাসিথ মালিঙ্গার
(৩৬) সবচেয়ে বেশি ৩৬টি ডিসমিসাল শ্রীলংকার কুমার সাঙ্গাকারার
(১৫) সবচেয়ে বেশি ১৫টি ক্যাচ শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের
(২৮) সবচেয়ে বেশি ২৮টি ম্যাচ খেলেছেন মাহেলা জয়াবর্ধনে
(২) ফাইনালে সর্বোচ্চ দু’বার করে ম্যাচসেরা হয়েছেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও শ্রীলংকার মারভান আতাপাত্তু
(৫১৭) বাংলাদেশের পক্ষে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ১২ ম্যাচে ছয় ফিফটিসহ সবচেয়ে বেশি ৫১৭ রান তামিম ইকবালের
(২২) বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে ১৮ ম্যাচে সবেচেয়ে বেশি ২২ উইকেট আবদুর রাজ্জাকের
আকাশ নিউজ ডেস্ক 

























