অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মা-বাবার অতিরিক্ত মোবাইল ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে রীতিমত রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছে শতাধিক শিশু। একেবারে ছোট শিশু থেকে শুরু করে বড়রাও সচেতনতার জন্য এ প্রতিবাদে অংশ নেন। আর বিস্ময়কর শোনালেও এই প্রতিবাদ মিছিলের আয়োজক হলেন সাত বছর বয়সি এমিল রস্তিজ।
গত শনিবার (৮ সেপ্টেম্বর) এমিলের নিজের শহর জার্মানির হামবুর্গে এ প্রতিবাদ মিছিল বের করে ছোট্ট শিশুরা। এসময় তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিবাদী কথা লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে। শিশু ও তাদের মা-বাবা সহ দেড় শ লোক প্রতিবাদ মিছিলে অংশ নেন।
এই প্রতিবাদ মিছিলের স্লোগান ছিলো, ‘আমার সঙ্গে খেলো, তোমার মোবাইলের সঙ্গে নয়’।
প্রথমে সাত বছরের এমিল এমন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চাইলে তার বাবা-মা পুলিশের অনুমতির ব্যবস্থা করে দেন। পুলিশও এমন প্রতিবাদের অনুমতি দিতে দেরি করেননি।
প্রতিবাদ মিছিলের পর ছোট্ট এমিল সবার সামনে বক্তৃতা দেয়। সেখানে সে বলে, ‘আমি আশা করছি আজকের এই প্রতিবাদের পর মানুষ মোবাইলে কম সময় ব্যয় করবেন’।
বর্তমান আধুনিক যুগে বেশিরভাগ মা-বাবাই তাদের মোবাইল আশক্তির কারণে সন্তানদের যত্ন কম নেন। অনেক সময় বাচ্চাদের খোঁজখবর রাখা ও তাদের সঙ্গে খেলা করা হয়ে ওঠে না বেশিরভাগ বাবা-মার। এতে সন্তান হতাশ হয়ে পড়তে পারে। এছাড়া এ কারণে শিশুদের আচরণগত সমস্যা ও হাইপারঅ্যাকটিভ দেখা দিতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























