ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়াদের শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বলেছেন, এ সরকারের সময় শেষ হয়ে আসছে। আর সেটা বুঝতে পেরে আওয়ামী লীগ এখন স্বৈরাচারের পথেই হাঁটছে।

রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানবন্ধনটির আয়োজন করে।

সরকার স্বৈরাচারী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘তারা সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আইয়ুব খান ও এরশাদ সরকারে মতো বর্তমান সরকারেরও হাতিয়ার লাঠি আর টিয়ার গ্যাস। তারা এখন সংবিধান মানছে না।’

সরকার সংবিধানের রক্ষক হয়ে ভক্ষণ করছে বলেও দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তার মতে, দেশে সুশাসন নেই এবং দেশ অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিয়েছে সরকার টেকার মতো নয়, সরকারকে মেরামত করতে হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথমে সমর্থন জানানো সরকারের একটা কৌশল ছিল বলেও মনে করেন নোমান। ‘জাতি যখন এক, তখন সরকার শিক্ষার্থীদের সমর্থন জানায়। এরপরে তাদের চিরাচরিত স্বভাব প্রকাশ পায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মধ্য দিয়ে। এই হামলা থেকে সাংবাদিকরাও রেহাই পাননি।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান আব্দুল্লাহ আল নোমান।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্ব-নির্ভরবিষয়ক সম্পাদক সদস্য শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী: নোমান

আপডেট সময় ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়াদের শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বলেছেন, এ সরকারের সময় শেষ হয়ে আসছে। আর সেটা বুঝতে পেরে আওয়ামী লীগ এখন স্বৈরাচারের পথেই হাঁটছে।

রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানবন্ধনটির আয়োজন করে।

সরকার স্বৈরাচারী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘তারা সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আইয়ুব খান ও এরশাদ সরকারে মতো বর্তমান সরকারেরও হাতিয়ার লাঠি আর টিয়ার গ্যাস। তারা এখন সংবিধান মানছে না।’

সরকার সংবিধানের রক্ষক হয়ে ভক্ষণ করছে বলেও দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তার মতে, দেশে সুশাসন নেই এবং দেশ অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিয়েছে সরকার টেকার মতো নয়, সরকারকে মেরামত করতে হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথমে সমর্থন জানানো সরকারের একটা কৌশল ছিল বলেও মনে করেন নোমান। ‘জাতি যখন এক, তখন সরকার শিক্ষার্থীদের সমর্থন জানায়। এরপরে তাদের চিরাচরিত স্বভাব প্রকাশ পায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মধ্য দিয়ে। এই হামলা থেকে সাংবাদিকরাও রেহাই পাননি।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান আব্দুল্লাহ আল নোমান।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্ব-নির্ভরবিষয়ক সম্পাদক সদস্য শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।