ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

টরোন্টোয় এলোপাতাড়ি গুলি, বন্দুকধারীসহ নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার টরোন্টোতে এলোপাতাড়ি গুলিতে বন্দুকধারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১৩ জন। স্থানীয় সময় রোববার পূর্ব কানাডিয়ান শহরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

টুইটারে নিজেদের নিউজ ফিডে পুলিশ বলেছে, স্থানীয় সময় রোববার রাত ১০টায় ব্যস্ত গ্রিকটাউন শহরের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এলোপাতাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী নিজেকেই নিজে হত্যা করেছেন।

গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত একটি মেয়েশিশুর অবস্থা আশঙ্কজনক বলে জানায় পুলিশ। টরোন্টো পুলিশপ্রধান মার্ক স্যান্ডার্স বলেন, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। হামলার সম্ভাব্য সব উদ্দেশ্য মাথায় নিয়েই আমরা কাজ করছি। বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

সশস্ত্র পুলিশ ড্যানফোর্থ নামে পরিচিত গ্রিক টাউনের মূল সড়ক ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ২৫টি গুলির শব্দ শুনতে পেয়েছেন।

জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। তখন হঠাৎ করেই তারা গোলাগুলির শব্দ শুনতে পান।

তারা মনে করেছিলেন- বাজি ফোটানো হচ্ছে। পরে দৌড়ে বের হয়ে রেস্তোরাঁর পেছনে গেলে তারা লোকজনের চিৎকার শুনতে পান। আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

চলতি বছরে টরোন্টোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৭ সালের তুলনায় চলতি বছরে বন্দুক সহিংসতায় মৃতের ঘটনা ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে পুলিশের দেয়া উপাত্ত থেকে জানা গেছে, কেবল এলোপাতাড়ি গুলির ঘটনাই ১৩ শতাংশ বেড়েছে।

সম্প্রতি গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় টরোন্টোতে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের পুলিশ এসব ঘটনায় দলবদ্ধ সহিংসতাকে দায়ী করেছে।

টরোন্টোর মেয়র জন টোরি বলেন, ওই এলাকায় বন্দুক সহিংসতার সমস্যা রয়েছে। সেখানে বহু মানুষের হাতে বন্দুক রয়েছে। টোরি বলেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। তবে সেখানে কি ঘটেছিল তা জানার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

টরোন্টোয় এলোপাতাড়ি গুলি, বন্দুকধারীসহ নিহত ২

আপডেট সময় ১২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার টরোন্টোতে এলোপাতাড়ি গুলিতে বন্দুকধারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১৩ জন। স্থানীয় সময় রোববার পূর্ব কানাডিয়ান শহরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

টুইটারে নিজেদের নিউজ ফিডে পুলিশ বলেছে, স্থানীয় সময় রোববার রাত ১০টায় ব্যস্ত গ্রিকটাউন শহরের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এলোপাতাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী নিজেকেই নিজে হত্যা করেছেন।

গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত একটি মেয়েশিশুর অবস্থা আশঙ্কজনক বলে জানায় পুলিশ। টরোন্টো পুলিশপ্রধান মার্ক স্যান্ডার্স বলেন, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। হামলার সম্ভাব্য সব উদ্দেশ্য মাথায় নিয়েই আমরা কাজ করছি। বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

সশস্ত্র পুলিশ ড্যানফোর্থ নামে পরিচিত গ্রিক টাউনের মূল সড়ক ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ২৫টি গুলির শব্দ শুনতে পেয়েছেন।

জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। তখন হঠাৎ করেই তারা গোলাগুলির শব্দ শুনতে পান।

তারা মনে করেছিলেন- বাজি ফোটানো হচ্ছে। পরে দৌড়ে বের হয়ে রেস্তোরাঁর পেছনে গেলে তারা লোকজনের চিৎকার শুনতে পান। আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

চলতি বছরে টরোন্টোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৭ সালের তুলনায় চলতি বছরে বন্দুক সহিংসতায় মৃতের ঘটনা ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে পুলিশের দেয়া উপাত্ত থেকে জানা গেছে, কেবল এলোপাতাড়ি গুলির ঘটনাই ১৩ শতাংশ বেড়েছে।

সম্প্রতি গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় টরোন্টোতে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের পুলিশ এসব ঘটনায় দলবদ্ধ সহিংসতাকে দায়ী করেছে।

টরোন্টোর মেয়র জন টোরি বলেন, ওই এলাকায় বন্দুক সহিংসতার সমস্যা রয়েছে। সেখানে বহু মানুষের হাতে বন্দুক রয়েছে। টোরি বলেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। তবে সেখানে কি ঘটেছিল তা জানার চেষ্টা করছি।