অাকাশ বিনোদন ডেস্ক:
‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্র শুরু করেন বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের। ব্যবসা কিংবা সিনেমা নিয়ে দেশিয় গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার তিনি ধর্ম প্রচারক হিসাবে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন।
সম্প্রতি তিনি তাবলিগ জামাতে যোগ দিয়ে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন। আর এটিই হলো অনন্ত জলিলের আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছে যাওয়ার মূল কারণ। তাদের শিরোনাম ছিল এমন, `বাংলাদেশের নায়ক যখন ধর্ম প্রচারক।
গত মাসের ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামাতে ছিলেন ৩৯ বছর বয়সী অনন্ত জলিল। এ সময় তিনি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন। সে সময়কার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন তার পরনে ছিল ইসলামিক পাগড়ি ও লম্বা আলখাল্লা। তার প্রকাশিত ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
এদিকে গত জানুয়ারি মাসে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন এই চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। তারপরে তার এই পরিবর্তন নজরে আসে। বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।
বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় অনন্ত বলেন, আল্লাহতায়ালা আমাদের একটি বিশেষ কারণে জীবন দিয়েছেন। তাহলো তার ইবাদত করা। আমি এই শিক্ষা থেকেই কাজটি শুরু করেছি। যদি আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি তারাও নবীজির পথে চলবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তিনি আরও জানান, তিনি সিনেমা বানাতেই থাকবেন। তার আসন্ন ছবিটি ইসলামিক ছবি হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















