ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিবন্ধন বাঁচাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন: বিএনপিকে মার্ক ফিল্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৪ সালে নির্বাচনে বর্জন করা বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ না নিলে নিবন্ধন জটিলতায় পড়বে বলে মনে করেন ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এজন্য তিনি লন্ডনে বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকায় সফররত প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপারকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে আজই ঢাকায় আসেন প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

সফরের উদ্দেশ্য জানাতে শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণই এই সফরের প্রধান লক্ষ্য বলে জানান।

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মার্ক ফিল্ড জানান, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রতিমন্ত্রী আশা করেন, এদেশের মানুষ যেন তাদের পছন্দের মানুষকে নির্বাচন করতে পারে। মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে।

তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক ব্রিটিশ এই প্রতিমন্ত্রী।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। এ প্রসঙ্গে মার্ক ফিল্ড বলেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এ নিয়ে আলোচনা হচ্ছে।

এ ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকা কী হবে, জানতে চাইলে মার্ক ফিল্ড বলেন, মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় এ ক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। তাই এ নিয়ে দেশটির পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সফরে মার্ক ফিল্ড বাংলাদেশের নীতি-নির্ধারক পর্যায়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তবে তার মূল আলোচ্য বিষয় হচ্ছে- রোহিঙ্গা ইস্যু ও বেক্সিট পরবর্তী সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।

মার্ক ফিল্ড গত বছরের ১৩ জুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর তার বাংলাদেশে এটাই প্রথম সফর।

ঢাকা সফরকালে রবিবার তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এছাড়া এ সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেও যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

নিবন্ধন বাঁচাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন: বিএনপিকে মার্ক ফিল্ড

আপডেট সময় ০৮:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৪ সালে নির্বাচনে বর্জন করা বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ না নিলে নিবন্ধন জটিলতায় পড়বে বলে মনে করেন ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এজন্য তিনি লন্ডনে বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকায় সফররত প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপারকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে আজই ঢাকায় আসেন প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

সফরের উদ্দেশ্য জানাতে শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণই এই সফরের প্রধান লক্ষ্য বলে জানান।

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মার্ক ফিল্ড জানান, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রতিমন্ত্রী আশা করেন, এদেশের মানুষ যেন তাদের পছন্দের মানুষকে নির্বাচন করতে পারে। মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে।

তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক ব্রিটিশ এই প্রতিমন্ত্রী।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। এ প্রসঙ্গে মার্ক ফিল্ড বলেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এ নিয়ে আলোচনা হচ্ছে।

এ ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকা কী হবে, জানতে চাইলে মার্ক ফিল্ড বলেন, মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় এ ক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। তাই এ নিয়ে দেশটির পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সফরে মার্ক ফিল্ড বাংলাদেশের নীতি-নির্ধারক পর্যায়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তবে তার মূল আলোচ্য বিষয় হচ্ছে- রোহিঙ্গা ইস্যু ও বেক্সিট পরবর্তী সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।

মার্ক ফিল্ড গত বছরের ১৩ জুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর তার বাংলাদেশে এটাই প্রথম সফর।

ঢাকা সফরকালে রবিবার তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এছাড়া এ সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেও যাবেন।