ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগ নয়, ভোট করছে পুলিশ: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দাদের একটি অংশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা করেন। সরকারের চাপে গাজীপুরে ভোট কারচুপির চিত্র গণমাধ্যম তুলে ধরতে পারেনি বলেও দাবি তার।

‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক অধিকার ফোরাম নামের বিএনপিপন্থী একটি সংগঠন।

গত ১৫ মে খুলনায় ৬৮ হাজার ভোটে এবং ২৬ জুন গাজীপুরে দুই লাখ ভোটে আওয়ামী লীগের কাছে হেরেছে বিএনপি। তবে দলটির দাবি, তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে।

তবে আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিএনপি ভোটে হারলেই এই অভিযোগ দাঁড় করায়।

আর নির্বাচন কমিশন বলছে, যেসব কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল, তার প্রতিটিতেই ভোট বন্ধ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সুষ্ঠু।

দুই নির্বাচনেই প্রচার চলাকালে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করে গেছে বিএনপি। তাদের নেতা-কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার ও হয়রানির এই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, মামলার আসামি ছাড়া ধরা হয়নি কাউকেই।

আমীর খসরু বলেন, ‘গাজীপুর ও খুলনা নির্বাচন আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি, এগুলো করেছে পুলিশ, ডিবির একটি অংশ। আর নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করেছে। এখন নিজেদের নির্বাচন করতে হয় না আওয়ামী লীগকে।’

বিএনপি নানা অভিযোগ করলেও গাজীপুরের ভোট নিয়ে গণমাধ্যমগুলোতে যে চিত্র এসেছে, তাতে কিছু কেন্দ্র ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের তথ্যই এসেছে।

তবে খসরু দাবি করেন, সরকারের চাপের মুখে গণমাধ্যমগুলো অনিয়ম নিয়ে কিছু লিখতে এবং দেখাতে পারেনি।

‘দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টেটস ধ্বংস হয়ে গেছে। আর এখন চতুর্থ স্টেটস গণমাধ্যমকে ধ্বংস করতে চায়। ভোট ডাকাতি করতে গিয়ে তারা গাজীপুর নির্বাচনে গণমাধ্যমকেও বাধা দিয়েছে।’

‘এই সরকার গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা সত্য কথা তুলে ধরতে পারছে না। তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় যেটুকু দেখাতে পেরেছিল, গাজীপুরে তাও পারেনি।’

বিএনপি নেতা বলেন, ‘এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। নয়ত এভাবে চললে চিরতরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। দেশ শাসিত হবে অবৈধ সরকার দ্বারা আর অবৈধ স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে ‘

‘সুতরাং আমাদেরকে আইনের শাসন ফিরে পেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি এক্ষেত্রে সহযোগিতা করবে।’

‘আমাদের সামনে দুটি শপথ, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা এবং দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

আ.লীগ নয়, ভোট করছে পুলিশ: খসরু

আপডেট সময় ০৩:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দাদের একটি অংশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা করেন। সরকারের চাপে গাজীপুরে ভোট কারচুপির চিত্র গণমাধ্যম তুলে ধরতে পারেনি বলেও দাবি তার।

‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক অধিকার ফোরাম নামের বিএনপিপন্থী একটি সংগঠন।

গত ১৫ মে খুলনায় ৬৮ হাজার ভোটে এবং ২৬ জুন গাজীপুরে দুই লাখ ভোটে আওয়ামী লীগের কাছে হেরেছে বিএনপি। তবে দলটির দাবি, তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে।

তবে আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিএনপি ভোটে হারলেই এই অভিযোগ দাঁড় করায়।

আর নির্বাচন কমিশন বলছে, যেসব কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল, তার প্রতিটিতেই ভোট বন্ধ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সুষ্ঠু।

দুই নির্বাচনেই প্রচার চলাকালে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করে গেছে বিএনপি। তাদের নেতা-কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার ও হয়রানির এই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, মামলার আসামি ছাড়া ধরা হয়নি কাউকেই।

আমীর খসরু বলেন, ‘গাজীপুর ও খুলনা নির্বাচন আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি, এগুলো করেছে পুলিশ, ডিবির একটি অংশ। আর নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করেছে। এখন নিজেদের নির্বাচন করতে হয় না আওয়ামী লীগকে।’

বিএনপি নানা অভিযোগ করলেও গাজীপুরের ভোট নিয়ে গণমাধ্যমগুলোতে যে চিত্র এসেছে, তাতে কিছু কেন্দ্র ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের তথ্যই এসেছে।

তবে খসরু দাবি করেন, সরকারের চাপের মুখে গণমাধ্যমগুলো অনিয়ম নিয়ে কিছু লিখতে এবং দেখাতে পারেনি।

‘দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টেটস ধ্বংস হয়ে গেছে। আর এখন চতুর্থ স্টেটস গণমাধ্যমকে ধ্বংস করতে চায়। ভোট ডাকাতি করতে গিয়ে তারা গাজীপুর নির্বাচনে গণমাধ্যমকেও বাধা দিয়েছে।’

‘এই সরকার গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা সত্য কথা তুলে ধরতে পারছে না। তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় যেটুকু দেখাতে পেরেছিল, গাজীপুরে তাও পারেনি।’

বিএনপি নেতা বলেন, ‘এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। নয়ত এভাবে চললে চিরতরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। দেশ শাসিত হবে অবৈধ সরকার দ্বারা আর অবৈধ স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে ‘

‘সুতরাং আমাদেরকে আইনের শাসন ফিরে পেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি এক্ষেত্রে সহযোগিতা করবে।’

‘আমাদের সামনে দুটি শপথ, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা এবং দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।