আকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে মরক্কোর আত্মঘাতী গোলে জয় পেয়েছে ইরান। ম্যাচটিতে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছে এশিয়ার এই দলটি। সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও চলছিল তুমুল লড়াই। অনেকেই ভেবেছিলেন ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছে। কিন্তু সেটি হয়নি।
ম্যাচের অতিরিক্ত সময়ে তথা (৯০+৫) মিনিটে ফ্রি-কিক পায় ইরান। ডি-বক্সের মধ্য থেকে ফ্রি-কিকটি ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালে নিজেই বল জড়ান আজিজ বৌহাদ্দৌজ। যার ফলে ১-০ গোলে জয় পেয়ে খুশিতে মাঠ ছাড়ে ইরান। আর হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় মরক্কোকে। ৭৭তম মিনিটে এল কাবির পরিবর্তে মাঠে নেমেছিলেন বৌহাদ্দৌজ।
উভয় দলই আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। দল দুইটি লড়াই করছে গ্রুপ ‘বি’ থেকে। এই গ্রুপে অন্য দুইটি দল হচ্ছে পর্তুগাল ও স্পেন। আগামী ২০ জুন স্পেনের বিপক্ষে ও ২৫ জুন পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ইরান। আর আগামী ২০ জুন পর্তুগালের বিপক্ষে ও ২৫ জুন স্পেনের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।
আজ ম্যাচের শুরু থেকেই দুই দল পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। কিন্তু বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মরক্কো। ৬৮ শতাংশ সময় তাদের দখলেই ছিল বল। ইরানের দখলে বল ছিল ৩২ শতাংশ সময়। ম্যাচের বয়স যখন মাত্র দশ মিনিট তখন হলুদ কার্ড দেখেন ইরান মাসুস শোজাই। ৩৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন মরক্কোর করিম এল আহমদি।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে পাল্টাপাল্টি আক্রমণ। কিন্তু কোনো দলই কাজের কাজটি করতে পারেনি। ৪৯তম মিনিটে ফাউল করায় হলুদ কার্ড দেখেন ইরানের আলীরেজা জাহানাবখশ। ৯৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন ইরানের করিম আনসারিফার্দ।
মরক্কো এবার পঞ্চমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে। দলটি সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ১৯৯৮ সালে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৪১তম অবস্থানে রয়েছে মরক্কো। অন্যদিকে, ইরানও এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এশিয়ার এই দলটি সর্বশেষ বিশ্বকাপে খেলেছে ২০১৪ সালে। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৭তম অবস্থানে থেকে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান।
গতকাল রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি দল। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারায় রাশিয়া।
আকাশ নিউজ ডেস্ক 




















