অাকাশ জাতীয় ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন আদালত। ওই একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, মমিনুর রহমান, কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
পবিত্র রমজান মাসে কারাগারে আছেন খালেদা জিয়া। রমজান এলে স্বাভাবিক ভাবেই সবার মন আল্লাহ দিকে ধাবিত হয়। তাইতো কারাবন্দী খালেদা জিয়ার মনটাও বেশ কোমল। কোরআন তেলাওয়াত, জিকির আজকার এর পাশাপাশি খালেদা জিয়া চাইছেন ওয়াজ নছিহত শুনতে।
জানা গেছে, পবিত্র রমজান মাসে কারাগারে বন্দিদের কোরআন তেলাওয়াত-ইসলামি গান ইত্যাদি শুনতে দেওয়া হয়। কারাবন্দীদের ইচ্ছানুযায়ী তাদের টাকায় এসব তেলওয়াত ও ইসলামী গান জেল কর্তৃপক্ষ কিনে দেন। সেই হিসেবে, জেল কর্তৃপক্ষ খালেদা জিয়ার কাছেও জানতে চেয়েছিল, তিনি এ রকম কোন কিছু শুনতে চান কিনা।
জবাবে তিনি বলেছেন, সাইদীর ওয়াজ শুনতে চান। মানবতাবিরোধী অপরাধের দায়ে আজীবন কারাদণ্ড প্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীও বর্তমানে কারাগারে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















