অাকাশ জাতীয় ডেস্ক:
এখানে শেখ হাসিনাকে সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ হওয়ার কথা রয়েছে।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের পর শান্তিনিকেতনে বহু প্রতীক্ষিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ সময় উপস্থিত ছিলেন। দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধে ভারতের সহযোগিতা, উন্নয়নের পথে দুই দেশের একসঙ্গে যাত্রা এবং তার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন শেখ হাসিনা।
পরে শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্র বলছে, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে পাশে চায় বাংলাদেশ- এ বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















