ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কান জয় করল জাপানের শপলিফটার্স

আকাশ বিনোদন ডেস্ক:

এ বছরের জন্য সাঙ্গ হলো চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর। শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এক জাঁকজমক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপনী অনুষ্ঠানে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা হয়। ২০১৮ সালের কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ’র (স্বর্ণপাম) পুরস্কার জিতে নেয় জাপানের ছবি ‘শপলিফটার্স’। ফ্রান্সের সাগর ঘেঁষা শহর কানের পালে দো ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে তারকাবহুল এই আয়োজন।

মিলনায়তন ভর্তি মানুষের সামনে উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরি বোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

পুরস্কার অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় উৎসবের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা ট্যারি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিলড ডন কেয়োটি’।

তবে সাংবাদিকদের জন্য এবারের জুরি সদস্যরা ছবি দেখা বাদ দিয়ে যোগ দেন সংবাদ সম্মেলনে। সেখান জানানো হয় বিজয়ী ছবিগুলো নির্বাচনের পেছনের কথা। সংবাদ সম্মেলনে জুরি বোর্ডের প্রধান কেট ব্ল্যানচেট বলেন, ‘খুব কঠিন ছিল সেরা ছবি বাছাই করা। কারণ একেক ছবির ভাষা, একেক রকম ছিল। কোনো ছবি ছিল রাজনৈতিক, কোনোটা মানবিক, কোনোটা আবার আবেগী। তবে এই উৎসবের জন্য সেরা ছবি বাছাই করতে অনেক নিয়ম মানতে হয়। আমরা সে নিয়ম অনুযায়ী এগিয়েছি। আমি খুব সৌভাগ্যবান যে এবারে আমি পেয়েছি একটি অহংবোধহীন কিছু সহকর্মী। তাঁদের কারণেই কঠিন এ কাজটি সফল হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কান জয় করল জাপানের শপলিফটার্স

আপডেট সময় ০১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

এ বছরের জন্য সাঙ্গ হলো চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর। শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এক জাঁকজমক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপনী অনুষ্ঠানে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা হয়। ২০১৮ সালের কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ’র (স্বর্ণপাম) পুরস্কার জিতে নেয় জাপানের ছবি ‘শপলিফটার্স’। ফ্রান্সের সাগর ঘেঁষা শহর কানের পালে দো ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে তারকাবহুল এই আয়োজন।

মিলনায়তন ভর্তি মানুষের সামনে উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরি বোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

পুরস্কার অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় উৎসবের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা ট্যারি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিলড ডন কেয়োটি’।

তবে সাংবাদিকদের জন্য এবারের জুরি সদস্যরা ছবি দেখা বাদ দিয়ে যোগ দেন সংবাদ সম্মেলনে। সেখান জানানো হয় বিজয়ী ছবিগুলো নির্বাচনের পেছনের কথা। সংবাদ সম্মেলনে জুরি বোর্ডের প্রধান কেট ব্ল্যানচেট বলেন, ‘খুব কঠিন ছিল সেরা ছবি বাছাই করা। কারণ একেক ছবির ভাষা, একেক রকম ছিল। কোনো ছবি ছিল রাজনৈতিক, কোনোটা মানবিক, কোনোটা আবার আবেগী। তবে এই উৎসবের জন্য সেরা ছবি বাছাই করতে অনেক নিয়ম মানতে হয়। আমরা সে নিয়ম অনুযায়ী এগিয়েছি। আমি খুব সৌভাগ্যবান যে এবারে আমি পেয়েছি একটি অহংবোধহীন কিছু সহকর্মী। তাঁদের কারণেই কঠিন এ কাজটি সফল হয়েছে।’