অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তরায় আততায়ীর ছুরিকাঘাতে রূপচাঁন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ১০নং সেক্টর সংলগ্ন ঢাকা-আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পেশায় গাড়ি চালক। তার বাসা ১০নং সেক্টর সংলগ্ন ফুলবাড়িয়া গ্রামে। দেশের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছায়। নিহতের বোনজামাই সুজন মিয়া দৈনিক আকাশকে জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রূপচাঁনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
তিনি আরও বলেন, আনুমানিক রাত ৮টার দিকে কে বা কাহারা উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর অপারেশন কাজী নাসির দৈনিক আকাশকে জানান, প্রাথমিকভাবে শরীরে কয়েকটি স্টেপের চিহ্ন দেখা যাচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























