অাকাশ জাতীয় ডেস্ক:
সরকারি চাকরিতে কোটার বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেছেন, এ বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় ১৩ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।যা টাকার অংকে ১৩ হাজার ২৮৮ কোটি টাকা।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এক সংবাদ সম্মেলনে প্রকল্পসমূহ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, ছাত্ররা প্রথমে বলেছে কোটা থাকবে না। পরে বলছে কোটা সংস্কার করতে হবে। সংস্কারের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী জেনেছেন। বিষয়টি সুরহা হয়ে যাবে। কারো প্রতি একতরফা ভাবে কিছু হবে না।
কোটা আন্দোলন নিয়ে একনেক বৈঠকে কোনও কথা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী জানান, একনেক বৈঠকে কোটা নিয়ে কোনও কথা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 



















