অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল উল্টে দুই বন্ধুর নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হাতিরঝিলের ৪নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- হেদায়েতউল্লা (২৬) ও তার বন্ধু হাবিবুল্লা (২৩)।
নিহত হেদায়েতউল্লা সাত রাস্তা এলাকার আবদুর রউফ খানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন। বন্ধু হাবিবুল্লা থাকেন গাজীপুরে। চাকরির জন্য রাতে বন্ধুর কাছে আসেন।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলি সাংবাদিকদের জানান, মোটরসাইকেলটি নতুন ছিল।এছাড়া নিহত দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুইজনই মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















