অাকাশ জাতীয় ডেস্ক:
সারাদেশে বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল থেকে বজ্রসহ বৃষ্টির মধ্যে দেশে বিভিন্ন জেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৬জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জে ৩জন, জামালপুরে ২জন, রাজবাড়ি ২জন, ফেনী ১জন, রাজশাহী ১জন, সুনামগঞ্জ ১, হবিগঞ্জে ১জন, মৌলভীবাজারে ১, চুয়াডাঙ্গায়১ এবং ঈশ্বরদীতে ১জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) ও ওবায়দুল হক (২৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জামালপুরে বজ্রপাতে বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫) নামে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। সোমবার সকালের ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিহতের নাম মো. মতিন শেখ (৪৫)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামে বজ্রপাতে আব্দুল মতিন মণ্ডল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবকের মত্যু হয়েছে। এ সময় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
রাজশাহীতে বজ্রপাতে নিহত হয়েছেন ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষক। সোমবার সকালে জেলার পুঠিয়ায় উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ উপজেলার জামখলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ (২৪) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামের অপর শ্রমিক আহত হয়েছেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৩০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়।
চুয়াডাঙ্গায় বজ্রপাতে হাসিবুল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজুম্মা গ্রামের ছাতেনতলার মাঠে এ ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই ব্যক্তি পদ্মানদীতে মাছ ধরতে যান। তবে, নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।
আকাশ নিউজ ডেস্ক 



















