অাকাশ জাতীয় ডেস্ক:
সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা সৃষ্টি করা না গেলে অনেক ভালো উদ্যোগও কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন অনুদান ও ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধিতা ইস্যু অন্তর্ভুক্তকরনের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এসডিজির মূলকথাই হলো কাউকে বাদ রাখা যাবে না। এ লক্ষে সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে নানামূখী কাজ করছে।’
মন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদা বিবেচনায় পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার জন্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
এ সময় মন্ত্রী ক্যানসার আক্রান্ত ফরিদপুরের ১৫জন ব্যক্তিকে মোট সাত লাখ ৫০হাজার টাকা এবং ক্ষুদ্রঋণের আওতায় ৫জনকে মোট দেড় লাখ টাকার চেক বিতরণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের ফরিদপুরের উপ পরিচালক এরাদুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, সমাজসেবার উপ পরিচালক আহসান হাবিব প্রমূখ।
আকাশ নিউজ ডেস্ক 



















