ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে: সাদ্দামের মা কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার ২০৫০ সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক মানুষ গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

যুক্তরাজ্যে বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যে বাংলাদেশের নিযুক্ত উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ মের মধ্যে তাকে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারিতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় দূতাবাসের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। তার চার দিনের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।

একইসঙ্গে হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

একপর্যায়ে তারা হাইকমিশনে জোর করে ঢুকে হট্টগোল এবং সেখানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন।

সেসময় তারা হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার নাম ধরে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করে।

ওই ঘটনায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জড়িত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। তবে যুক্তরাজ্য বিএনপি হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’, ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিবৃতি দেয় সেসময়।

প্রত্যাহার করে নেওয়া উপ-হাইকমিশনার খন্দকার তালহা ওই হামলা ভাংচুরের ঘটনার সময় ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

যুক্তরাজ্যে বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রত্যাহার

আপডেট সময় ০৩:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যে বাংলাদেশের নিযুক্ত উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ মের মধ্যে তাকে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারিতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় দূতাবাসের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। তার চার দিনের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।

একইসঙ্গে হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

একপর্যায়ে তারা হাইকমিশনে জোর করে ঢুকে হট্টগোল এবং সেখানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন।

সেসময় তারা হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার নাম ধরে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করে।

ওই ঘটনায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জড়িত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। তবে যুক্তরাজ্য বিএনপি হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’, ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিবৃতি দেয় সেসময়।

প্রত্যাহার করে নেওয়া উপ-হাইকমিশনার খন্দকার তালহা ওই হামলা ভাংচুরের ঘটনার সময় ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন।