ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

ইসির ক্ষমতা সরকার মানছে না, ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি করপোররশন নির্বাচনকে সামনে রেখে গতকাল আমরা ইসিতে গিয়েছিলাম। যারা দেশের মালিক (জনগণ) তাদের প্রত্যাশাগুলো আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়ের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে। অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে। আমরা তো জানি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে, নির্বাচনকালে তারা চাইলে দেশের যেকোনো সংস্থাকে কাজে লাগাতে পারে। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দিয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘কিন্ত ইসির যে ক্ষমতা সরকার সেটা মানছে না। আমরা যখন দেখি তাদের (ইসি) ক্ষমতা থাকার পরেও তারা পিছু হটতে থাকে তখন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আর যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, সেখানে আপনি কোন নির্বাচনের কথা বলছেন?’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসা হবে কি হবে না তা নিয়ে দেশে আলোচনা হচ্ছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসা করতে না দেওয়ার পেছনেও রাজনীতি রয়েছে। বেগম জিয়ার চিকিৎসাকে হেলাফেলা করা হচ্ছে। তারাই (সরকার) রাজনীতি করছে। অথচ তারা (সরকার) বিএনপিকে বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না।’

সরকার নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘তারা (সরকার) সেই প্রেক্ষাপট বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা এটা চায় না। তারা জনগণকে বাইয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য প্রতিনিয়ত একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে।’

সরকার প্রতিপক্ষবিহীন একটি রাজনৈতিক ক্ষেত্র চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘এ কারণে বাংলাদেশের জনগণের ভোটের যে সুযোগ সেই সুযোগটা তারা (সরকার) বন্ধ করে দিতে চায়।’

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান, রফিক সিকদার ও ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

ইসির ক্ষমতা সরকার মানছে না, ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ: খসরু

আপডেট সময় ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি করপোররশন নির্বাচনকে সামনে রেখে গতকাল আমরা ইসিতে গিয়েছিলাম। যারা দেশের মালিক (জনগণ) তাদের প্রত্যাশাগুলো আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়ের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে। অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে। আমরা তো জানি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে, নির্বাচনকালে তারা চাইলে দেশের যেকোনো সংস্থাকে কাজে লাগাতে পারে। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দিয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘কিন্ত ইসির যে ক্ষমতা সরকার সেটা মানছে না। আমরা যখন দেখি তাদের (ইসি) ক্ষমতা থাকার পরেও তারা পিছু হটতে থাকে তখন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আর যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, সেখানে আপনি কোন নির্বাচনের কথা বলছেন?’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসা হবে কি হবে না তা নিয়ে দেশে আলোচনা হচ্ছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসা করতে না দেওয়ার পেছনেও রাজনীতি রয়েছে। বেগম জিয়ার চিকিৎসাকে হেলাফেলা করা হচ্ছে। তারাই (সরকার) রাজনীতি করছে। অথচ তারা (সরকার) বিএনপিকে বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না।’

সরকার নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘তারা (সরকার) সেই প্রেক্ষাপট বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা এটা চায় না। তারা জনগণকে বাইয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য প্রতিনিয়ত একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে।’

সরকার প্রতিপক্ষবিহীন একটি রাজনৈতিক ক্ষেত্র চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘এ কারণে বাংলাদেশের জনগণের ভোটের যে সুযোগ সেই সুযোগটা তারা (সরকার) বন্ধ করে দিতে চায়।’

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান, রফিক সিকদার ও ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা বক্তব্য দেন।