অাকাশ জাতীয় ডেস্ক:
অশুভ শক্তি যেন আর ক্ষমতায় না আসতে পারে-বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব বর্তমান সরকারকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেছেন, অশুভ শক্তিই এখন ক্ষমতায়।
বর্তমান সরকার জনসমর্থন ছাড়া ক্ষমতায় এসেছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ভোটারবিহীন অগণতান্ত্রিক শক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অশুভ শক্তি। মানুষ দিন গুনছে এই অশুভ শক্তির পতনের।’
শনিবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠাতে ১৯৯৩ সালে বাংলা ১৪০০ সাল উদযাপনে বিএনপির বাধা দানের কাহিনি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নববর্ষে এটুকুই চাই, আমাদের দেশে যেন কখনও কোনো ধরনের অশুভ শক্তি না আসে যারা আমাদের ঐতিহ্যের ওপর আঘাত করবে, ভাষার ওপর আঘাত করবে, সংস্কৃতির ওপর আঘাত করবে, আমাদের নিজেদের কৃষ্টির ওপর আঘাত করবে।’
‘এই ধরনের অশুভ শক্তি যেন আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে সে দিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
পরদিন রবিবার দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অশুভ শক্তি যেন আর ক্ষমতায় না আসতে পারে। এখন জনগণ মনে করে দেশের সবচেয়ে বড় অশুভ শক্তি বর্তমান মহাজোট সরকার।’
‘অনাগত দিনের দুঃশ্চিন্তা, রাজনৈতিক অনিশ্চয়তা, ঘনায়মান হতাশা আর বিরোধীদের গুম, খুন, অদৃশ্য করা, হাত-পায়ের নখ তুলে ফেলা, হাঁটুতে গুলি করে চিরদিনের জন্য পঙ্গু করা, খুলনায় বিএনপি নেতাকে তুলে নিয়ে কক্সবাজারে অর্ধমৃত অবস্থায় ফেলে দেয়া ইত্যাদি পরিস্থিতিতে দেশের বিরাট জনগোষ্ঠী প্রাণখুলে হাসতে পর্যন্ত ভুলে গেছে। এই পরিস্থিতি কী কোন শুভ শক্তির লক্ষণ?’
প্রধানমন্ত্রীকে বিএনপি নেতা বলেন, ‘জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের সমস্ত মৌলিক ও মানবাধিকার কেড়ে নিয়ে, নির্যাতন-নিপীড়ন চালিয়ে সম্পূর্ণ বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছেন। এটা কি শুভ শক্তির পরিচয় বহন করে? এখন রাষ্ট্রক্ষমতাকে আরও দীর্ঘ মেয়াদে ভোগ করার স্বপ্নে দেশের জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে জেলজুলুম ও বিভিন্ন কায়দায় নির্যাতন-নিপীড়ন চালিয়েও নিজেদের নিরাপদ মনে করছেন না।’
‘খালেদা জিয়াকে নিঃশেষ করাত চায় সরকার’
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
রিজভীর অভিযোগ, তাদের নেত্রীকে চিকিৎসার সুযোগও দেয়া হচ্ছে না। তিনি বলেন, ‘সরকারি মেডিকেলের চিকিৎসক বোর্ড বলেছে তার এক্সরে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে ঘাড়ে ও কোমরের হাড়ে সমস্যা আছে। তাকে যেদিন পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আনা হয়েছিল সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের ডাকা হলেও তাদেরকে চিকিৎসাসেবার সুযোগ ও পরামর্শ নেয়া হয়নি।’
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দী করে এখন চিকিৎসার সুযোগও দেয়া হচ্ছে না। এটা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বহুমুখী চক্রান্তের অংশ।’
‘কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের দেখা করতেও বাধা দেয়া হচ্ছে।’
বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ‘সুচিকিৎসার জন্য’ নিঃশর্ত মুক্তিও দাবি করেন রিজভী।
আকাশ নিউজ ডেস্ক 





















