অাকাশ জাতীয় ডেস্ক:
বৈশাখের শুভেচ্ছা জানাতে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি সীমান্তে কর্মরত সদস্যরা।
শনিবার সকালে হিলি সীমান্তে তারা এক সঙ্গে মিলিত হয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, বাংলাদেশ-ভারত এ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সীমান্তে কর্মরত সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবের সময় উভয় বাহিনী একে অপরকে মিষ্টিসহ নানা উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে উৎসবের আনন্দকে এক সঙ্গে উপভোগ করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত-হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান-এর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
এ দিকে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম বন্ধ ছিলো। কিন্তু চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী চলাচল ছিলো স্বাভাবিক।
আকাশ নিউজ ডেস্ক 



















