অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গাজা সীমান্তে চরম অস্থির অবস্থা বিরাজ করছে। পরপর দুই শুক্রবারে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলি সীমান্তে জড়ো হয়ে উল্লাস করছে সাধারণ ইসরায়েলিরা।
দখলদার ইসরায়েলের সেনারা যখন ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ও বোমা নিক্ষেপ করে তখন এসব ইসরায়েলি উল্লাস করে।
শুক্রবার এমনই একটি ছবি শেয়ার করেন ইসরায়েলি চ্যানেল-২ এর প্রতিবেদক নির দোরি। সেখানে দেখা যায়, সাতজন ইসরায়েলি যুবক যুবতি ফিলিস্তিনিদের ওপর তাদের সেনাদের বোমা নিক্ষেপ দেখছে এবং উল্লাস করছে। সীমান্তে উঁচু একটি টাওয়ারে বসে তাদের বসে থাকতে দেখা যায়।
এসব ইসরায়েলি ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়া দেখতে মজা পায়। তারা এটাকে ‘আউটডোর সিনেমা’ বলে অভিহিত করে।
ফিলিস্তিনিদের ওপর বোমা নিক্ষেপের সময় ইসরায়েলি নাগরিকদের এটা প্রথম উদযাপন নয়। ২০১৪ সালেও ইসরায়েলি বাহিনীর বোমায় যখন ফিলিস্তিনিরা মৃত্যুবরণ করছিল তখন তারা সীমান্তে এসে মদ পান করছিল এবং তাদের স্মার্টফোনে ছবি তুলে আনন্দ করছিল।
আকাশ নিউজ ডেস্ক 





















