অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি ও দুর্নীতি এখন সমার্থক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি হঠাৎ দলের গণতন্ত্র থেকে ৭নং ধারা বাদ দিয়েছে। এতে বলা ছিল, দুনীতির দায়ে দণ্ডিতরা দলের নেতা হতে পারবেন না। এটা বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল।’
শুক্রবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ফেনীতে নির্মাণাধীন ফতেহপুর রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, যা দেশের মানুষ জানেন। সামরিক শাসনের সময় তারা দল গঠন করেছে, রাজনীতি করতে মাঠে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ, দেশের মাটি ও মানুষ। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে।’
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে বন্দি করেছে আদালত। তাকে মুক্তিও দিতে পারে আদালত। এখানে সরকারের কিছু করার নেই। বিচার বিভাগের স্বাধীনতায় সরকার কিছুতেই হস্তক্ষেপ করবে না।’
ফতেহপুর রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন– ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানসহ অনেকে।
আকাশ নিউজ ডেস্ক 



















