অাকাশ জাতীয় ডেস্ক:
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির পরই কেবল অন্য আলোচনা হতে পারে তার আগে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমি পরিষ্কার করে একটি কথা বলি— দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের (বিএনপির) এক নম্বর দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। এর আগে আর কিছু নিয়ে আলোচনা করব না।
শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা হলে ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, দেখেন, তারা মনের দিক থেকে কতটা দুর্বল। কত ছোট মনের হলে দল ভাঙার চেষ্টা করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কথা লেখেন, মিথ্য কথা বলে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। কিন্তু ইতিহাস বলে মিথ্যা প্রচার করে, বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না।
বিএনপির ৮ নেতার ব্যাংক হিসাব নিয়ে দুদকের তদন্তের প্রসঙ্গে টেনে মির্জা ফলরুল বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি রোধে কার্যকর কোনও ভূমিকা রাখতে পারছে না। এর প্রমাণ দুদকের একটি ভুয়া, সাজানো মামলায় চেয়ারপারসনকে কারাগারে দেওয়া হয়েছে। এছাড়া অন্য নেতাদের নামে অর্থ লেনেদেনের মিথ্যা তদন্তে নেমেছে এ সংস্থাটি।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনমুখী একটি দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সবসময় উদার গণতন্ত্রের রাজনীতি করি। নির্বাচন কমিশনের মৌলিক বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। তবে বরাবরই আমরা স্থানীয় নির্বাচনে নীতিগতভাবে ঘোষণা দিয়ে অংশ নিয়ে আসছি।
জাগপার প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তার দেশপ্রেম, গণতন্ত্রের জন্য ভালোবাসা স্পষ্ট কথা বলা আজকাল খুব একটা দেখা যায় না।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















