ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউআরএল শর্টেনার সরিয়ে ফেলছে গুগল

আকাশ আইসিটি ডেস্ক: 

নিজেদের ইউআরএলের নাম ছোট করার প্লাটফর্ম বা ইউআরএল শর্টেনার goo.gl সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল, খবর আইএএনএস-এর।

১৩ এপ্রিল থেকে সরিয়ে ফেলা হবে এটি। বিকল্প হিসেবে ব্যবহারকারীদের অ্যাপকেন্দ্রিক ফায়ারবেইস ডায়নামিক লিঙ্কস (এফডিএল) বা বিটলির মতো একই ধরনের ‘জনপ্রিয়’ সেবাগুলো ব্যবহার বিবেচনা করতে আহ্বান জানিয়েছে গুগল।

এফডিএল হচ্ছে স্মার্ট ইউআরএল যা ব্যবহারকারী যে কোনো ওয়েব প্লাটফর্মে এমনকি কোনো অ্যাপ ইনস্টল করা না থাকলেও ব্যবহার করতে পারেন। শনিবার এক ব্লগ পোস্টে ফায়ারবেইসের সফটওয়্যার প্রকৌশলী মাইকেল হারম্যান্টো বলেন, ‘২০১৮ সালের ১৩ এপ্রিল থেকে পরিচয় প্রকাশ না করা ব্যবহারকারীরা আর এর আগে কখনও শর্ট লিঙ্ক তৈরি করেননি এমন ব্যবহারকারীরা goo.gl

কনসোল দিয়ে নতুন কোনো শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন না।’ প্রতিবেদনে বলা হয়, ‘যদি আপনার কাছে বর্তমান মড়ড়.মষ শর্ট লিঙ্ক থাকে, আপনি ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত এক বছরের জন্য goo.gl কনসোলের সব ফিচার ব্যবহার করতে পারবেন।’

এরপর সব কনসোলের জন্য এ সুবিধা বন্ধ করে দেয়া হবে বলেও জানানো হয়। ২০০৯ সালে সার্চ ইঞ্জিন জায়ান্টটি goo.gl নামের এ ইউআরএল শর্টেনার চালু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআরএল শর্টেনার সরিয়ে ফেলছে গুগল

আপডেট সময় ০৮:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক: 

নিজেদের ইউআরএলের নাম ছোট করার প্লাটফর্ম বা ইউআরএল শর্টেনার goo.gl সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল, খবর আইএএনএস-এর।

১৩ এপ্রিল থেকে সরিয়ে ফেলা হবে এটি। বিকল্প হিসেবে ব্যবহারকারীদের অ্যাপকেন্দ্রিক ফায়ারবেইস ডায়নামিক লিঙ্কস (এফডিএল) বা বিটলির মতো একই ধরনের ‘জনপ্রিয়’ সেবাগুলো ব্যবহার বিবেচনা করতে আহ্বান জানিয়েছে গুগল।

এফডিএল হচ্ছে স্মার্ট ইউআরএল যা ব্যবহারকারী যে কোনো ওয়েব প্লাটফর্মে এমনকি কোনো অ্যাপ ইনস্টল করা না থাকলেও ব্যবহার করতে পারেন। শনিবার এক ব্লগ পোস্টে ফায়ারবেইসের সফটওয়্যার প্রকৌশলী মাইকেল হারম্যান্টো বলেন, ‘২০১৮ সালের ১৩ এপ্রিল থেকে পরিচয় প্রকাশ না করা ব্যবহারকারীরা আর এর আগে কখনও শর্ট লিঙ্ক তৈরি করেননি এমন ব্যবহারকারীরা goo.gl

কনসোল দিয়ে নতুন কোনো শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন না।’ প্রতিবেদনে বলা হয়, ‘যদি আপনার কাছে বর্তমান মড়ড়.মষ শর্ট লিঙ্ক থাকে, আপনি ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত এক বছরের জন্য goo.gl কনসোলের সব ফিচার ব্যবহার করতে পারবেন।’

এরপর সব কনসোলের জন্য এ সুবিধা বন্ধ করে দেয়া হবে বলেও জানানো হয়। ২০০৯ সালে সার্চ ইঞ্জিন জায়ান্টটি goo.gl নামের এ ইউআরএল শর্টেনার চালু করে।