আকাশ স্পোর্টস ডেস্ক:
সুপার লিগের শুরুতে শিরোপা জয়ের সম্ভাবনা ছিল ছয় দলেরই। সুপার লিগের তিন রাউন্ড শেষে সেই সুযোগ এখন সীমাবদ্ধ তিন দলের মধ্যে। তবে আজই ঢাকা লিগের সব উত্তেজনা শেষ হয়ে যেতে পারে।
শিরোপা উৎসব করতে পারে আবাহনী। খেলাঘরের বিপক্ষে জিতলেই শেষ হাসি হাসবে আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল নিজ নিজ ম্যাচে হারলেই সব উত্তেজনা শেষ হয়ে যাবে।
এক ম্যাচ হাতে রেখে তখন শিরোপা উৎসব করবে আবাহনী। রূপগঞ্জ ও শেখ জামালের লক্ষ্য শেষ পর্যন্ত শিরোপা-দৌড়ে থাকা।
১৪ ম্যাচের মাত্র চারটিতে হেরেছে আবাহনী। সুপার লিগে তারা শুধু শেখ জামালের বিপক্ষে হেরেছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা ভেবে চাপ নিতে চায় না আবাহনী।
মাশরাফি মনে করেন, দুই ম্যাচ জিতলে অন্য কোনো হিসাবের দরকার নেই। তিনি বলেন, ‘অন্যরা কি করল তা ভেবে লাভ নেই। বাকি যে দুটি ম্যাচ হাতে রয়েছে সেই দুটিতে আমরা জিতলেই চ্যাম্পিয়ন।’
ঢাকা লিগে মাশরাফির উইকেট এখন পর্যন্ত ৩৫টি। আজ একটি উইকেট পেলেই লিগে এক মৌসুমে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর খেলবে আবাহনীর বিপক্ষে। খেলাঘরের বিপক্ষে ম্যাচ বলেই অনেকে আবাহনীর নিশ্চিত জয় ধরে নিয়েছেন। কম বাজাটের একটি দল নিয়ে চমক দেখিয়েছে খেলাঘর।
কেউ কেউ মনে করেন, আবাহনীর সঙ্গে সম্পর্ক ভালো থাকায় খেলাঘর হয়তো জয়ের চেষ্টাই করবে না। এদিকে চ্যাম্পিয়নের আশা টিকিয়ে রাখতে ফতুল্লায় আজ অবশ্যই গাজী গ্রুপকে হারাতে হবে রূপগঞ্জের। ১৪ ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট ১৮।
আগের ম্যাচে খেলাঘরের বিপক্ষে মাত্র ২১৬ রানের পুঁজি নিয়েও তারা আট রানের রোমাঞ্চকর জয় পেয়েছে নাজমুল হোসেন মিলনের ৬৩ রানে। এই ব্যাটসম্যান মনে করেন, গাজী গ্রুপের বিপক্ষে জিততে হলে ব্যাটসম্যানদের আরও ভালো করতে হবে। ১৪ ম্যাচে গাজীর পয়েন্ট ১৪।
তারা এখন লিগের তৃতীয় বা চতুর্থ দল হওয়ার জন্য লড়াই করতে পারে। আগের ম্যাচে আবাহনীর কাছে প্রাইম দোলেশ্বরের হার নিয়ে বিতর্ক রয়েছে। ওই হারেই চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেছে তারা। বিকেএসপিতে আজ জিতলে দোলেশ্বর দ্বিতীয় বা তৃতীয় স্থানে আশা টিকিয়ে রাখবে।
কিন্তু তারা হারলে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে শেখ জামালের। ১৪ ম্যাচে শেখ জামালের পয়েন্ট রূপগঞ্জের সমান ১৮। শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জিততে হলে আমাদের অনেক ভালো ব্যাটিং করতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংও গুরুত্বপূর্ণ। জয়ের আশায় খেলব আমরা।’
আকাশ নিউজ ডেস্ক 























