ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিম ঢোকালেই চার্জ হবে ফোন

আকাশ আইসিটি ডেস্ক:

স্মার্টফোনে নিত্যদিনে চার্জ দেয়া ঝক্কির কাজ। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ভারতের টেলিকম অপারেটর জিও। প্রতিষ্ঠানটি এমন এক ধরণের নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ফোনে কখনোই চার্জ দিতে হবে না। ফোনে শুধু সিম কার্ড ঢোকালেই হবে। চার্জ হতে থাকবে স্মার্টফোন।

রিলায়েন্স জিও জানিয়েছে, এখন থেকে ৪জি জিও সিম ভরলেই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি জানিয়েছেন জিও-র এক মুখপাত্র অয়ালেক্স থমাস।

ভিডিওয়ে দেখা যাচ্ছে, চার্জার বা পাওয়ারব্যাঙ্ক লাগিয়ে নয়, জিওর ৪জি সিম ঢোকালেই চার্জ হয়ে যাচ্ছে ফোন। এই নতুন পরিষেবার নাম ‘জিও জুস’।

এই নিয়ে ‘জিও জুস’এর প্রজেক্ট হেড অ্যালেক্স জানিয়েছেন, ‘জিও জুস-এ ওয়ারলেস জিও নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এই নেটওয়ার্ক-এর মাধ্যমে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে একটি ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এর ফলে যে শক্তি উৎপাদন হয়, তার মাধ্যমেই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন।’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিম ঢোকালেই চার্জ হবে ফোন

আপডেট সময় ১০:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

স্মার্টফোনে নিত্যদিনে চার্জ দেয়া ঝক্কির কাজ। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ভারতের টেলিকম অপারেটর জিও। প্রতিষ্ঠানটি এমন এক ধরণের নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ফোনে কখনোই চার্জ দিতে হবে না। ফোনে শুধু সিম কার্ড ঢোকালেই হবে। চার্জ হতে থাকবে স্মার্টফোন।

রিলায়েন্স জিও জানিয়েছে, এখন থেকে ৪জি জিও সিম ভরলেই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি জানিয়েছেন জিও-র এক মুখপাত্র অয়ালেক্স থমাস।

ভিডিওয়ে দেখা যাচ্ছে, চার্জার বা পাওয়ারব্যাঙ্ক লাগিয়ে নয়, জিওর ৪জি সিম ঢোকালেই চার্জ হয়ে যাচ্ছে ফোন। এই নতুন পরিষেবার নাম ‘জিও জুস’।

এই নিয়ে ‘জিও জুস’এর প্রজেক্ট হেড অ্যালেক্স জানিয়েছেন, ‘জিও জুস-এ ওয়ারলেস জিও নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এই নেটওয়ার্ক-এর মাধ্যমে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে একটি ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এর ফলে যে শক্তি উৎপাদন হয়, তার মাধ্যমেই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন।’’