ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবতরণের সময় ফেটে গেল বিমানের চাকা, প্রাণ বেঁচেছে ৭৭ জনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবতরণের সময় বিমানের চাকা ফেটে যাওয়ায় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে গেলেও শেষ পর্যন্ত প্রাণ বেঁচেছে ৭৭ জনের।

বৃহস্পতিবার রাতে ভারতের হায়দ্রাবাদের রাজীব গাঁন্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো সংস্থার একটি বিমান এ সমস্যায় পড়ে। বিমানটিতে ৭৩ জন যাত্রী এবং পাইলট ও কর্মী মিলিয়ে চারজন ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, তিরুপতি থেকে বিমানটি হায়দ্রাবাদ আসছিল। রাত ১০টা নাগাদ বিমানটি অবতরণের সময় চাকা ফেটে যায়। যাত্রীদের মধ্যে একটি সদ্যোজাতও ছিল। এই ঘটনার জেরে রাত দুটো পর্যন্ত রানওয়ে বন্ধ রাখতে হয়। ফলে ৩১টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেয়া হয়। এর জেরে সংশ্লিষ্ট বিমানগুলোতে থাকা যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়।

যে বিমানের চাকা ফেটে যায়, সেটিতে ছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস বিধায়ক আর কে রোজা। তিনি বলেছেন, বিমানটির চাকা রানওয়ে ছোঁয়ার সময়ই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখতে পাই, কর্মীরা যন্ত্রপাতি নিয়ে বিমানের কাছে দাঁড়িয়ে আছেন। দরজা খোলার জন্য আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

অবতরণের সময় ফেটে গেল বিমানের চাকা, প্রাণ বেঁচেছে ৭৭ জনের

আপডেট সময় ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবতরণের সময় বিমানের চাকা ফেটে যাওয়ায় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে গেলেও শেষ পর্যন্ত প্রাণ বেঁচেছে ৭৭ জনের।

বৃহস্পতিবার রাতে ভারতের হায়দ্রাবাদের রাজীব গাঁন্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো সংস্থার একটি বিমান এ সমস্যায় পড়ে। বিমানটিতে ৭৩ জন যাত্রী এবং পাইলট ও কর্মী মিলিয়ে চারজন ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, তিরুপতি থেকে বিমানটি হায়দ্রাবাদ আসছিল। রাত ১০টা নাগাদ বিমানটি অবতরণের সময় চাকা ফেটে যায়। যাত্রীদের মধ্যে একটি সদ্যোজাতও ছিল। এই ঘটনার জেরে রাত দুটো পর্যন্ত রানওয়ে বন্ধ রাখতে হয়। ফলে ৩১টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেয়া হয়। এর জেরে সংশ্লিষ্ট বিমানগুলোতে থাকা যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়।

যে বিমানের চাকা ফেটে যায়, সেটিতে ছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস বিধায়ক আর কে রোজা। তিনি বলেছেন, বিমানটির চাকা রানওয়ে ছোঁয়ার সময়ই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখতে পাই, কর্মীরা যন্ত্রপাতি নিয়ে বিমানের কাছে দাঁড়িয়ে আছেন। দরজা খোলার জন্য আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।