আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আগামী বিপিএলের আসরে খেলতে পারবেন। তিনি বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান।
তিনি বলেন, পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা করাও ভালো এভাবে একজন ক্রিকেটার উঠে আসতে পারে। তাই মফস্বলে ক্রিকেট খেলাকে আরও প্রধান্য দিতে হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান আবারক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, স্থানীয় চেয়ারম্যান আমির আলী ও থানার ওসি শামছুদ্দোহা পিপিএম প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 























