ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পাই না: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যে ভেজালের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পান না তারা।

বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’।

ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে, তবে ভোক্তাকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভেজালের বিরুদ্ধে বিগত ৮ বছরে দেশব্যাপী বিপুল সংখ্যক অভিযান ও জেল-জরিমানা করা হয়েছে। সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন তিনি। ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সুস্পর্ক রেখেই সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল বলেন, ‘সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহণের ফলে এখন আর কোনো খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর নজরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পাই না: তোফায়েল

আপডেট সময় ০৯:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যে ভেজালের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পান না তারা।

বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’।

ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে, তবে ভোক্তাকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভেজালের বিরুদ্ধে বিগত ৮ বছরে দেশব্যাপী বিপুল সংখ্যক অভিযান ও জেল-জরিমানা করা হয়েছে। সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন তিনি। ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সুস্পর্ক রেখেই সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল বলেন, ‘সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহণের ফলে এখন আর কোনো খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর নজরুল ইসলাম।