অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলার মনপুরায় রাতে পুকুরপাড় থেকে একটি মায়া হরিণ আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে জংলারখাল-সংলগ্ন সংরক্ষিত বনে ছেড়ে দেয় বন বিভাগ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের আ. মান্নান মাস্টার বাড়ির রাস্তার পশ্চিম পাশের পুকুরপাড় থেকে হরিণটিকে আটক করে স্থানীয়রা।
হাজির হাট বন বিভাগের বিট অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। মিঠাপানির খোঁজে চরাঞ্চল থেকে এসব হরিণ ছুটে আসছে।
হরিণ লোকালয়ে ছুটে আসার ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, বনে হরিণের জন্য কোনো মিঠাপানির ব্যবস্থা নেই। গরম আবহাওয়ার কারণে লোকালয়ে হরিণ ছুটে আসছে। আমাদের বন প্রহরীরা তদারকির কারণে হরিণ ধরা পড়ার খবর এলে দ্রুত গিয়ে হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























