ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

বলিউডের সফল ব্যবসায়ী তারকারা

আকাশ বিনোদন ডেস্ক:

ফিল্মি ক্যারিয়ার তাদের দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, করেছে সম্পদশালীও। তবে এর বাইরেও তারকাদের অন্য পরিচয় রয়েছে। রঙিন দুনিয়ার বাইরেও অনেকে ব্যবসায়িক খাতে সফল হয়েছেন। এমনই কয়েকজন বলিউড তারকার সম্পর্কে জেনে নিন।

শিল্পা শেঠি:
অভিনয় ছেড়ে শিল্পা শেঠিও বসে নেই। একদিকে রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে রয়েছেন, অন্যদিকে নানা ব্যবসা রয়েছে তার। রাজস্থান রয়্যালস টিমের মালিক। তার স্পা সেন্টারও রয়েছে। নিজেও যোগাভ্যাস করতেও বেশ ভালবাসেন। আর এতেও বেশ ভালই উপার্জন হয় বলিউড এই অভিনেত্রীর।

টুইঙ্কেল খান্না:
অভিনেত্রী হিসেবে কোনওদিনই বলিউডে তেমন নজর কাড়েননি টুইঙ্কেল খান্না। মিসেস ফানি বোনস নিজেও স্বীকার করেছেন সে কথা। তবে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ সুনাম পেয়েছেন টুইঙ্কেল। পাশাপাশি লেখক হিসেবেও তার নাম রয়েছে। আর স্বামীর ‘প্যাডম্যান’ -এর সৌজন্যে এখন তিনি প্রযোজকও বটে।

শাহরুখ খান:
এই তালিকায় সবার প্রথমেই নাম উঠে আসে শাহরুখ খানের। মার্কেটিংয়ের গুরু বলা হল বলিউডের কিং খানকে। রেড চিলিজের ব্যানারে প্রযোজনা তো করেনই, পাশাপাশি আইপিএল-এর নাইট রাইডার্স দলের মালিকও তিনি।

অর্জুন রামপাল:
অভিনেতা হিসেবে কদর রয়েছে অর্জুন রামপালের। দিল্লিতে ‘ল্যাপ’ নামে একটি বিশাল বার তথা রেস্তরাঁ রয়েছে তার। এছাড়াও রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘চেজিং গণেশা’।

প্রীতি জিনতা:
আইপিএলের একটি দলের মালিক প্রীতি জিনতাও। তাছাড়াও প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে তার।

করিশমা কাপুর:
অভিনয় অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন করিশমা কাপুর। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন ব্যবসায় মনোনিবেশ করেছেন বলিউড ডিভা। Babyoye.com নামের ই-কমার্স সাইটের মালিক।

শেঠিসুনীল :

অভিনয় ছেড়ে সবচেয়ে ভাল ব্যবসা বোধহয় করছেন সুনীল শেঠি। সারা দেশে ফিটনেস সেন্টার রয়েছে তার। সুনীল নিজেও একজন ফিটনেস ফ্রিক। এছাড়াও পপকর্ন এন্টারটেনমেন্টের ব্যানারে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।

সুস্মিতা সেন:
দু’একটি সিনেমা বাদে সুস্মিতা সেনের ভাণ্ডারে হিট তেমন একটা নেই। কিন্তু প্রাক্তন বিশ্ব সুন্দরী একজন সফল ব্যবসায়ী। দুবাইয়ের তার গহনার ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হোটেল ও স্পা সেন্টার। তন্ত্র এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থার মালকিন সুস্মিতা। এই উপার্জনেই দুই পালিতা কন্যাকে মানুষ করছেন।

অভিষেক বচ্চন:
বাবা অমিতাভ বচ্চনের অসফল সন্তান। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের স্বামী। এই তকমা অভিষেক বচ্চনের গায়ে আজীবন লেগে থাকবে। কিন্তু লোকের কথায় মন না দিয়ে অভিষেক অন্য ব্যবসায় মন দিয়েছেন। প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক তিনি। ২০১৪ সালে কেনেন আইএসএল টিম চেন্নাই এফসি। অনেকেই অভিষেকের ব্যবসায়িক বুদ্ধির তারিফ করেন।

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বলিউডের সফল ব্যবসায়ী তারকারা

আপডেট সময় ১০:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

ফিল্মি ক্যারিয়ার তাদের দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, করেছে সম্পদশালীও। তবে এর বাইরেও তারকাদের অন্য পরিচয় রয়েছে। রঙিন দুনিয়ার বাইরেও অনেকে ব্যবসায়িক খাতে সফল হয়েছেন। এমনই কয়েকজন বলিউড তারকার সম্পর্কে জেনে নিন।

শিল্পা শেঠি:
অভিনয় ছেড়ে শিল্পা শেঠিও বসে নেই। একদিকে রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে রয়েছেন, অন্যদিকে নানা ব্যবসা রয়েছে তার। রাজস্থান রয়্যালস টিমের মালিক। তার স্পা সেন্টারও রয়েছে। নিজেও যোগাভ্যাস করতেও বেশ ভালবাসেন। আর এতেও বেশ ভালই উপার্জন হয় বলিউড এই অভিনেত্রীর।

টুইঙ্কেল খান্না:
অভিনেত্রী হিসেবে কোনওদিনই বলিউডে তেমন নজর কাড়েননি টুইঙ্কেল খান্না। মিসেস ফানি বোনস নিজেও স্বীকার করেছেন সে কথা। তবে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ সুনাম পেয়েছেন টুইঙ্কেল। পাশাপাশি লেখক হিসেবেও তার নাম রয়েছে। আর স্বামীর ‘প্যাডম্যান’ -এর সৌজন্যে এখন তিনি প্রযোজকও বটে।

শাহরুখ খান:
এই তালিকায় সবার প্রথমেই নাম উঠে আসে শাহরুখ খানের। মার্কেটিংয়ের গুরু বলা হল বলিউডের কিং খানকে। রেড চিলিজের ব্যানারে প্রযোজনা তো করেনই, পাশাপাশি আইপিএল-এর নাইট রাইডার্স দলের মালিকও তিনি।

অর্জুন রামপাল:
অভিনেতা হিসেবে কদর রয়েছে অর্জুন রামপালের। দিল্লিতে ‘ল্যাপ’ নামে একটি বিশাল বার তথা রেস্তরাঁ রয়েছে তার। এছাড়াও রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘চেজিং গণেশা’।

প্রীতি জিনতা:
আইপিএলের একটি দলের মালিক প্রীতি জিনতাও। তাছাড়াও প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে তার।

করিশমা কাপুর:
অভিনয় অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন করিশমা কাপুর। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন ব্যবসায় মনোনিবেশ করেছেন বলিউড ডিভা। Babyoye.com নামের ই-কমার্স সাইটের মালিক।

শেঠিসুনীল :

অভিনয় ছেড়ে সবচেয়ে ভাল ব্যবসা বোধহয় করছেন সুনীল শেঠি। সারা দেশে ফিটনেস সেন্টার রয়েছে তার। সুনীল নিজেও একজন ফিটনেস ফ্রিক। এছাড়াও পপকর্ন এন্টারটেনমেন্টের ব্যানারে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।

সুস্মিতা সেন:
দু’একটি সিনেমা বাদে সুস্মিতা সেনের ভাণ্ডারে হিট তেমন একটা নেই। কিন্তু প্রাক্তন বিশ্ব সুন্দরী একজন সফল ব্যবসায়ী। দুবাইয়ের তার গহনার ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হোটেল ও স্পা সেন্টার। তন্ত্র এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থার মালকিন সুস্মিতা। এই উপার্জনেই দুই পালিতা কন্যাকে মানুষ করছেন।

অভিষেক বচ্চন:
বাবা অমিতাভ বচ্চনের অসফল সন্তান। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের স্বামী। এই তকমা অভিষেক বচ্চনের গায়ে আজীবন লেগে থাকবে। কিন্তু লোকের কথায় মন না দিয়ে অভিষেক অন্য ব্যবসায় মন দিয়েছেন। প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক তিনি। ২০১৪ সালে কেনেন আইএসএল টিম চেন্নাই এফসি। অনেকেই অভিষেকের ব্যবসায়িক বুদ্ধির তারিফ করেন।