আকাশ বিনোদন ডেস্ক:
দিল ধাড়াক নে দো’ ও ‘বাজিরাও মাস্তানি’-তে একসঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। একাধিক সিনেমায় স্ক্রিন শেয়ারের জেরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও দারুণ। যদিও রণবীরের সঙ্গে দীপিকার প্রেমের খবর অজানা নয় এই বলিউড তারকার।
এরপর বন্ধু রণবীরের প্রতি প্রিয়াঙ্কার আলাদা একটা টান আছেই। এই যেমন রণবীর সিংকে মাঝ রাতেই ফোন করে বসলেন। শুধু ফোন নয়, রণবীর সিং-কে রীতিমত ভিডিও কল করে ডেকে তুলেছেন প্রিয়াঙ্কা?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই রণবীর সিংকে মাঝরাতে ফোন করেন প্রিয়াঙ্কা। নারী দিবসে রণবীর কী করছেন, তাও জানতে চান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার ফোন পেয়ে, বেশ মজা করেন করেন রণবীরও।
আকাশ নিউজ ডেস্ক 

























