অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি শিয়া মসজিদে হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নামাজ আদায়ের সময় আত্মঘাতী বোমা হামলায় তারা হতাহত হন বলে হেরাতের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র আব্দুল হাই ওয়ালিজাদা বলেন, ধারণা করা হচ্ছে একাধিক হামলাকারী ছিল। একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন এবং অপরজন গ্রেনেড ছুঁড়ে মেরেছেন। আফগানিস্তানে সর্বশেষ এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এ বছর দেশটিতে সহিংসতায় এক হাজার ৭০০ এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















