অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সাবেক দুই সাংসদ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান এক সাংসদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক ও বর্তমান তিন সাংসদের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাদক ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতির। অন্যজনের বিরুদ্ধে উঠেছে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ।
বর্তমান ও সাবেক সাংসদেরা হলেন, খুলনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মিজানুর রহমান এবং বিএনপির সাবেক সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আসাদুল হাবিব দুলু। বুধবার দুদক তাদের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ দলীয় সাংসদ মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। তিনি খুলনা-২ আসনের সংসদ সদস্য। তিনি খুলনা সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের নামে নিয়ে পরে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অন্যদিকে নাটোরের বিএনপির সাবেক সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে মাদকব্যবসা, টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
আর লালমনিরহাটের বিএনপির সাবেক সংসদ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে উঠেছে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ।
দুদক সূত্র জানায়, বর্তমান ও সাবেক তিন সাংসদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতি অনিময়ের অভিযোগ দুদকে দাখিল করা হয়েছে। কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















