অাকাশ জাতীয় ডেস্ক:
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের বর্ষপূর্তির দিনে সেখানে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকাল তিনটার দিকে সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথ দিয়ে সুসজ্জিত পোশাকে মিছিল নিয়ে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। উপচেপড়া ভিড় এখন সমাবেশস্থলে। এরই মধ্যে কানায় কানায় ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান ছাপিয়ে মানুষ ছড়িয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও।
বেলা সোয়া দুইটার দিকে জনসভা শুরু হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। এরপর তিনটার কিছু আগে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিতি নেতাকর্মীরা দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিভাবদের জবাব দেন।
বিস্তারিত আসছে…
আকাশ নিউজ ডেস্ক 



















