অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নিরাপত্তা হুমকির কারণে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে। রবিবার এক বিবৃতিতে দুতাবাস কর্তৃপক্ষ জানায়, সোমবার জরুরি সেবাগুলো ছাড়া বাকি সব সেবা বন্ধ থাকবে তাদের।
তবে কি ধরনের হামলার আশঙ্কায় দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করেনি কর্তৃপক্ষ। বিবৃতিতে তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সোমবার দূতাবাসে শুধু জরুরি সেবাগুলোই দেয়া হবে এবং দূতাবাসের কার্যক্রম শুরু হলে তা জানিয়ে দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















