অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইতালিতে চলছে পার্লামেন্ট নির্বাচন। রবিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত ১১পর্যন্ত। এবারের নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। ১৮টি দল নির্বাচনে অংশ নিলেও মূলত তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
চারবারের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির দল ফরজা ইতালিয়া ও মাথেও রেনজির গণতন্ত্রী পার্টি পিডি এবং কৌতুক অভিনেতা পেঁপে গিরিল্লের ফাইভ স্টার মুভমেন্টের মধ্যেই মূলত লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদের মধ্যে ফরজা ইতালিয়া (লেগা নর্দ, ফারতেল্লি ইতালিয়া এবং আমরা ইতালিয়ান) দলগুলোর সাথে জোট বেঁধে নির্বাচন করছে। অন্য দুটি দল এককভাবে নির্বাচন করছে।
ইতালির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালিতে দুইটি সংসদ রয়েছে। একটি হলো প্রতিনিধি পরিষদ কক্ষ, অপরটি সিনেট। দীর্ঘদিন যাবত ফরসা ইতালিয়া এবং গণতন্ত্রী পার্টি (পিডি)র মধ্যেই মূলত ক্ষমতার অদল-বদল চলছে।
তবে এবারের নির্বাচনে অধিবাসীরা বেশ আতঙ্কে রয়েছেন। ইতালিতে প্রথমবারের মত রাজনৈতিক দলগুলো অবৈধ অভিবাসী কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে প্রচারণা চালিয়েছে। এবারের নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























