ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

কায়রোর প্রথম নারী বাসচালক, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কায়রো শহরের প্রথম নারী বাসচালক ওম আব্দুল্লাহ। পর্দা প্রথা রক্ষা করেই মিশরের রাজধানীতে গণপরিবহন চালানোর পেশা বেছে নিয়েছেন ওম। গত বছরের শেষের দিকে তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার তাগিদে তিনি এ পেশায় যুক্ত হন।

এমন পেশায় আসার কারণ সম্পর্কে বিবিসিকে ওম আব্দুল্লাহ বলেন, ‘আমি চেয়েছিলাম আয়ের পথ খুঁজে পেতে যার মাধ্যমে ছেলেমেয়েদের বড় করে তুলতে পারবো। তারপর আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘গাড়ি চালানো একটি ভালো পেশা এবং আমি এটাকে ভালোবাসি।’ এ পেশায় আসার আগে তিনি কখনো মিনিবাস চালাননি বলেও জানান ওম।

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বললাম আমি শিখতে চাই। শিখলে কোনও কিছুই কঠিন নয়।’

মিশরে চলাচলের জন্য সাধারণ জনগণের অন্যতম একটি মাধ্যম হলো বাস। ফাতেমাকে যে কোম্পানি গাড়ি চালানোর অনুমতি দিয়েছে তার প্রতিষ্ঠাতা হলেন ফাতেমা এবং তার স্বামী সাঈদ।

ফাতেমা ওমের বিষয়ে বলেন, তিনি কয়েকবার আমাদের এখানে কাজের জন্য এসেছেন। কি করতে চান জানতে চাইলে তিনি বাস চালাতে চান বলে জানান।

এ পেশার শুরুতে ওমের পুরুষ সহকর্মীরা তাকে মেনে নিতে পারতো না বলেও জানান ফাতেমা। তবে এখন তার পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।

ওম আব্দুল্লাহ মনে করেন, তাকে অনুসরণ করে আরও অনেক নারী এ পেশায় যুক্ত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

কায়রোর প্রথম নারী বাসচালক, ভিডিও সহ

আপডেট সময় ০৫:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কায়রো শহরের প্রথম নারী বাসচালক ওম আব্দুল্লাহ। পর্দা প্রথা রক্ষা করেই মিশরের রাজধানীতে গণপরিবহন চালানোর পেশা বেছে নিয়েছেন ওম। গত বছরের শেষের দিকে তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার তাগিদে তিনি এ পেশায় যুক্ত হন।

এমন পেশায় আসার কারণ সম্পর্কে বিবিসিকে ওম আব্দুল্লাহ বলেন, ‘আমি চেয়েছিলাম আয়ের পথ খুঁজে পেতে যার মাধ্যমে ছেলেমেয়েদের বড় করে তুলতে পারবো। তারপর আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘গাড়ি চালানো একটি ভালো পেশা এবং আমি এটাকে ভালোবাসি।’ এ পেশায় আসার আগে তিনি কখনো মিনিবাস চালাননি বলেও জানান ওম।

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বললাম আমি শিখতে চাই। শিখলে কোনও কিছুই কঠিন নয়।’

মিশরে চলাচলের জন্য সাধারণ জনগণের অন্যতম একটি মাধ্যম হলো বাস। ফাতেমাকে যে কোম্পানি গাড়ি চালানোর অনুমতি দিয়েছে তার প্রতিষ্ঠাতা হলেন ফাতেমা এবং তার স্বামী সাঈদ।

ফাতেমা ওমের বিষয়ে বলেন, তিনি কয়েকবার আমাদের এখানে কাজের জন্য এসেছেন। কি করতে চান জানতে চাইলে তিনি বাস চালাতে চান বলে জানান।

এ পেশার শুরুতে ওমের পুরুষ সহকর্মীরা তাকে মেনে নিতে পারতো না বলেও জানান ফাতেমা। তবে এখন তার পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।

ওম আব্দুল্লাহ মনে করেন, তাকে অনুসরণ করে আরও অনেক নারী এ পেশায় যুক্ত হবেন।