ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ই শিল্পীদের মূল শক্তি

আকাশ বিনোদন ডেস্ক: 

* সম্প্রতি অভিনয় শেষ করলেন ‘গন্তব্য’ নামের একটি ছবির। এটা কী বাণিজ্যিক না অফট্র্যাকের?

** প্রতিটি ছবিই কিন্তু ব্যবসা করার জন্যই নির্মাণ করা হয়। সে ধারণায় এটি একটি কমার্শিয়াল ছবি। এখানে পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন। আমরা সেই গল্পটিতে পারফর্ম করার চেষ্টা করেছি। শুধু চেষ্টা বললে ভুল হবে। বলা যায় অনেক বেশি চেষ্টা করেছি। এছাড়াও আমি মনে করি, নিজেকে বুঝতে হলে এ ধরনের ছবিতে আরও বেশি কাজ করতে হবে। কে কেমন কাজ করে, তা জানতে, বিভিন্নরকম চরিত্রে অভিনয় করা প্রয়োজন। এ ধরনের ছবিতে চরিত্রের ভেতর প্রবেশ করে অভিনয়ের সুযোগ বেশি থাকে।

* আর কী কী ছবি হাতে রয়েছে?

** কিছুদিন আগে বুলবুল জীলানীর ‘রৌদ্রছায়া’ ছবির শুটিং শেষ করলাম। এতে আমার সঙ্গে রয়েছেন নিরব। এখন শুটিং করছি শফিকুল ইসলাম সোহেল ভাইয়ের ‘ভোলা’ ছবির। এ ছবিতে আমার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। ভোলার শুটিংও প্রায় শেষের পথে। আরও রয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’। আরও কিছু ছবির ব্যাপারে কথা চলছে।

* সিনেমার ক্ষেত্রে দর্শকদের চাহিদা বদলেছে। এই দর্শকদের কাছে নিজেকে জনপ্রিয় করে তুলতে কী পরিকল্পনা রয়েছে আপনার?

** একটা কথা সবসময় বিশ্বাস করি। অভিনয়ই শিল্পীদের মূল শক্তি। আমি অভিনয় দিয়েই দর্শকদের সামনে থাকতে চাই। দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন রূপে দেখুক। তারা যেন বলেন, আইরিন ভালো অভিনয় পারেন। পাশাপাশি একজন নায়িকাকে দর্শকরা যেভাবে কল্পনা করেন ফ্যাশনে, সৌন্দর্যে- সেটি তো ক্রমাগত আপডেট রাখার চেষ্টা করে যাচ্ছি। আর ভালো ভালো গল্পের ছবিতে অভিনয়ে জোর দিচ্ছি। এর বাইরে কোনো পরিকল্পনা নেই। য় অনিন্দ্য মামুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনয়ই শিল্পীদের মূল শক্তি

আপডেট সময় ০৫:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

* সম্প্রতি অভিনয় শেষ করলেন ‘গন্তব্য’ নামের একটি ছবির। এটা কী বাণিজ্যিক না অফট্র্যাকের?

** প্রতিটি ছবিই কিন্তু ব্যবসা করার জন্যই নির্মাণ করা হয়। সে ধারণায় এটি একটি কমার্শিয়াল ছবি। এখানে পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন। আমরা সেই গল্পটিতে পারফর্ম করার চেষ্টা করেছি। শুধু চেষ্টা বললে ভুল হবে। বলা যায় অনেক বেশি চেষ্টা করেছি। এছাড়াও আমি মনে করি, নিজেকে বুঝতে হলে এ ধরনের ছবিতে আরও বেশি কাজ করতে হবে। কে কেমন কাজ করে, তা জানতে, বিভিন্নরকম চরিত্রে অভিনয় করা প্রয়োজন। এ ধরনের ছবিতে চরিত্রের ভেতর প্রবেশ করে অভিনয়ের সুযোগ বেশি থাকে।

* আর কী কী ছবি হাতে রয়েছে?

** কিছুদিন আগে বুলবুল জীলানীর ‘রৌদ্রছায়া’ ছবির শুটিং শেষ করলাম। এতে আমার সঙ্গে রয়েছেন নিরব। এখন শুটিং করছি শফিকুল ইসলাম সোহেল ভাইয়ের ‘ভোলা’ ছবির। এ ছবিতে আমার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। ভোলার শুটিংও প্রায় শেষের পথে। আরও রয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’। আরও কিছু ছবির ব্যাপারে কথা চলছে।

* সিনেমার ক্ষেত্রে দর্শকদের চাহিদা বদলেছে। এই দর্শকদের কাছে নিজেকে জনপ্রিয় করে তুলতে কী পরিকল্পনা রয়েছে আপনার?

** একটা কথা সবসময় বিশ্বাস করি। অভিনয়ই শিল্পীদের মূল শক্তি। আমি অভিনয় দিয়েই দর্শকদের সামনে থাকতে চাই। দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন রূপে দেখুক। তারা যেন বলেন, আইরিন ভালো অভিনয় পারেন। পাশাপাশি একজন নায়িকাকে দর্শকরা যেভাবে কল্পনা করেন ফ্যাশনে, সৌন্দর্যে- সেটি তো ক্রমাগত আপডেট রাখার চেষ্টা করে যাচ্ছি। আর ভালো ভালো গল্পের ছবিতে অভিনয়ে জোর দিচ্ছি। এর বাইরে কোনো পরিকল্পনা নেই। য় অনিন্দ্য মামুন