অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে আটক করেছে পুলিশ। মুন্নি ঢাকায় যাওয়ার জন্য যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
সোমবার সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। উপজেলা চেয়ারম্যান মুন্নিকে গ্রেফতারের কথা স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ‘মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
শোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, ‘মুন্নির বিরুদ্ধে পুলিশ যে মিথ্যা মামলা করেছিল, সেগুলোতে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মুন্নি। তারপরও কেন একজন নারী উপজেলা চেয়ারম্যানকে আটক করা হলো বুঝতে পারছি না।’
আকাশ নিউজ ডেস্ক 






















