অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাড্ডায় খোকন ফকির (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পূর্ব বাড্ডার নামাপাড়ার একটি খালি প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, রাতে অটোরিকশা নিয়ে বের হয় খোকন। পরে সকালে নামাপাড়ার হক সাহেবের খালি প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, খোকনের মাথায় আঘাত করে হত্যার পর তার অটোরিকশাটি দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























