অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে শিশু (১১) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর তিনটার দিকে সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
অভিযুক্ত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী গ্রামের শাজাহান শেখের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে ব্যাংক টাউন ভার্ক স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে একই বাড়ির ভাড়াটিয়া নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলী। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা এসে শিশুটিকে উদ্ধার করে। ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশে খবর দেয়। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলীকে আটক করা হয়।
এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
আকাশ নিউজ ডেস্ক 

























