অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রমনা থানায় নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শামসুজ্জামান দুদুকে হাজির করানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানা পুলিশের এসআই সুদীপ কুমার ঘোষ তাকে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে শামসুজ্জামান দুদুর আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















